১.
৬০ মিটার দীর্ঘ আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ ।
ক. ‍ আয়াতাকার বাগানটির প্রস্থ বের কর ?
খ.  একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফর বের কর যার পনিসীমা আযতাকার বাগানের পনিসীমার সমান ?
গ. যদি বাগানের ভিতরে চারপাশে ৩ মি. বিস্তারের একটি রাস্তা থাকে তবে রাস্তার ক্ষেত্রফর বের কর?

২.
নিবিঢ়ের বাবা তাদের গ্রামের বাড়িতে একটি নতুন ঘর তৈরি করলেন । ঘরটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ ।
ক. ঘরটির প্রস্থ ক হলে এর ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ কর ?
খ. প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়াতেত মোট ১১০২.৫০  টাকা ব্রায় হয় । ঘরটির ক্ষেত্রফল কত ?
গ. ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ বের কর?