ssc math dhaka board 2016
ঢাকা বোর্ড-২০১৬
ক বিভাগ-বীজগণিত
১.
P² = 7+4√3
ক. P এর মান বের
কর ?
খ. p6-1 /p3 এর মান বের কর ?
গ. প্রমাণ কর যে, p5+1/p5- = 724
২.
একটি সরল সমীকরণ
জোট-
7x + 2y = 20
3x – 4y = -6
ক. সমীকরণজোটের
সমাধান সংখ্যা বের কর ?
খ. আড়গুনন পদ্ধতিতে
সমীকরণজোটটি সমাধান করে (x, y) বের কর ?
গ. লেখচিত্রের
সাহায্যে সমীকরণ জোটটি সমাধান কর ?
৩.
25+23+21+…………ধারাটির
প্রথম n সংখ্যক পদের সমষ্টি -456
ক. ধারাটির সপ্তম
পদ কত ?
খ. n এর মান বের
কর ।
গ. প্রদত্ত ধারার
প্রম পদ ও সাধারণ অন্তরকে যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে
ধারাটির প্রথম 7 টি পদের সমষ্টি বের কর ।
খ বিভাগ-জ্যামিতি
৪.
∆PQR এর PQ ও PR এর মধ্যবিন্দু যথাক্রমে S ও T
ক. উদ্দীপকের
আলোকে চিত্র অংকন কর ।
খ. প্রমাণ কর
যে, ST = 1/2 QR
গ. প্রমাণ কর
যে, PQ+QR > 2QT
৫.
O কেন্দ্রবিশিষ্ট PQR বৃত্তে
QR চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ
∠QPR
এবং কেন্দ্রস্থ ∠QOR
ক. OP = 6
সে.মি হলে, বৃত্তটির
ক্ষেত্রফল বের কর ?
খ. প্রমাণ কর
যে, ∠QPR = 1/2 ∠QOR
গ. যদি ∠QPS+∠SPR
= 90⁰ তবে প্রমাণ কর যে Q,O এবং R
একই সরলরেখায় অবস্থিত ।
৬.
কোনো ্রিভুজের
পরিষীমা 12 সে.মি. এবং ভূমি সংলগ্ন দুইটি কোন ∠x = 60⁰ এবং
∠y = 75⁰
ক. তথ্যুলোকে
চিত্রে উপস্থাপন কর ।
খ. ত্রিভুজটি
অঙ্কন কর ।[অঙ্কনের বিবরণ আবশ্যক]
গ. উক্ত পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি রম্বস অঙ্কন কর
যার একটি কোণ ∠y এর সমান । [অঙ্কনের
বিবরণ আবশ্যক]
গ বিভাগ – ত্রিকোণমিতি ও পরিমিতি
৭. একটি গা ঝড়ে
এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দন্ডায়মান অংশের সাথে 60⁰ কোণ
উৎপন্ন করে গাছের গোড়া থেকে 15√3
মিটার দূরে মাটি স্পর্শ করেছে ।
ক. উপরোক্ত বর্ণনাটি
চিত্রের মাধ্যমে দেখাও ।
খ. সম্পূর্ণ গাছের
দৈর্ঘ বের কর ?
গ. ভাঙা অংশ দন্ডায়মান
অংশের সাথে কোণ উৎপন্ন করলে, ভাঙা অংশের দৈর্ঘ কত ?
৮.
একটি সমবাহু ত্রিভুজের
প্রতি বাহুর দৈর্ঘ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যায় ।
ক. ত্রিভুজটির
প্রতি বাহুর দৈর্ঘ্য x মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল x চলকের মাধ্যমে লিখ ।
খ. ত্রিভুজটির
ক্ষেত্রফল বের কর ?
গ. কোনো সমবৃত্তভূমিক
সিলিন্ডারের উচ্চতা ও ভুমির ব্যাসার্ধ যথাক্রমে ত্রিভুজটির উচ্চতা ও এক বাহুর দৈর্ঘ্যর
সমান হলে, সিলিন্ডারটির আয়তন বের কর ।
ঘ বিভাগ – পরিসংখ্যান
৯.
নিচের একটি গণসংখ্যা
সারণি দেওয়া হল-
শ্রেণিব্যাপ্তি
|
৩১-৪০
|
৪১-৫০
|
৫১-৬০
|
৬১-৭০
|
৭১-৮০
|
৮১-৯০
|
৯১-১০০
|
গণসংখ্যা
|
৫
|
৬
|
৮
|
১২
|
৫
|
৮
|
৩
|
ক. মধ্যক শ্রেণির
মধ্যবিন্দু বের কর ?
খ. সংক্ষিপ্ত
পদ্ধতিতে গড় বের কর ?
গ. প্রদত্ত উপাত্তের
গণসংখ্যা বহুভুজ আঁক ।
0 Comments